পাহাড়ের সংস্কৃতি বিকাশে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে: দীপংকর

81

॥ স্টাফ রিপোর্টার ॥

পাহাড়ের সংস্কৃতি বাংলাদেশের জন্য এক বৈচিত্রময় উপাদান, তাই পাহাড়ের নানামুখি সংস্কৃতির বিকাশে বর্তমান সরকারের ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে বলে বলে উল্লেখ করেছেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, সংস্কৃতি জাতিতে জাতিতে মেল বন্ধন রচনা করে, তাই সংষ্কৃতির বিকাশ ও এর লালন অত্যন্ত জরুরী। পাহাড়ের গুনী শিল্পীদের সম্মান জানানোর উদ্যোগকে স্বাগত জানিয়ে এর মাধ্যমে এই অঞ্চলের সংস্কৃতির আলো বের হবে মত প্রকাশ করেন তিনি।

শনিবার (১৯ ফেব্রুয়ারী) সন্ধ্যায় রাঙামাটি সাংস্কৃতিক পরিষদের আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুনী শিল্পীদের সংবর্ধনা অনুষ্ঠানে রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি এ কথা বলেন।

রাঙ্গামাটি সাংস্কৃতিক পরিষদের সভাপতি সুরেশ ত্রিপুরার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাক্তন পরিচালক ও লেখক সুগত চাকমা, সংবর্ধিত অতিথি রাঙ্গামাটির প্রবীন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক সুনীল কান্তি দে, সংবর্ধিত অতিথি রাঙ্গামাটির প্রবীন শিল্পী তৃপ্তি তালুকদার, প্রবীন শিল্পী জয়শ্রী রায়, সংবর্ধিত অতিথি প্রবীন শিল্পী প্রাক্তন শিক্ষা অফিসার অঞ্জুলিকা খীসা, বিশিষ্ট সংগীত শিল্পী মনোজ বাহাদুর গুর্খাসহ অন্যান্য গুনী শিল্পীরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গামাটি সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম।

অন্যান্য সংবর্ধিত অতিথিরা হলেন, হুমায়ুন কবির, জীবন রোয়াজা, রূপায়ন দেওয়ান রাঙ্গা, ফনিন্দ্র লাল ত্রিপুরা, মনোজ বাহাদুর গুর্খা, মুজিবুল হক বুলবুল, মালতী চৌধুরী, নিরূপা দেওয়ান, আরফান আলী, রনজিত দেওয়ান, কনিকা বড়–য়া, সাহানা দেওয়ান। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।