পাহাড় ধ্বসে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় হোয়াইট হার্ট ফাউন্ডেশনের দোয়া ও মিলাদ

718

|| স্টাফ রিপোর্টার ||

আজ রাঙামাটিতে ভয়াবহ পাহাড় ধ্বসের ৪র্থ বছর পূর্ণ হয়েছে। গত ২০১৭ সালে পাহাড় ধ্বসে অনেক লোকজন নিহত হয়েছেন। রোববার (১৩ জুন) তাদের স্মরণে একটি মানব কল্যাণ ও সেবামূলক প্রতিষ্ঠান “বাংলাদেশ হোয়াইট হার্ট ফাউন্ডেশন” রাঙামাটি পার্বত্য জেলা শাখার পক্ষ থেকে বাদে আসরের নামাজের পর ৭নং ওয়ার্ড, শান্তি নগর জামে মসজিদে দোয়া ও মিলাদ শরীফের আয়োজন করা হয়েছে। এসময় পাহাড় ধ্বসে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

এসময় দোয়া ও মিলাদ শরীফে বাংলাদেশ হোয়াইট হার্ট ফাউন্ডেশন এর উপদেষ্টা ও রাঙামাটি পৌরসভা সাবেক প্যানেল মেয়র জনাব মোঃ রবিউল আলম রবি, প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শাহাদাত হোসেন, সহ-সভাপতি মোঃ আকবর হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ মামুন ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, কার্যকরী সদস্য মোঃ আল-আমিন, মোঃ মহিন, মোঃ হাসান, সদস্য মোঃ ইয়াছিন, মোঃ আরাফাত, মোঃ মুন্না, মোঃ শুভ, মোঃ সেলিম, মোঃ জসিম সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।