পায়ে প্লাস্টার তবে মনোবল অটুটঃ সকলের দোয়া চাইলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রাবেয়া

643

॥ ইকবাল হোসেন ॥
পায়ে প্লাস্টার নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাতে পারছেন না। তাই সকলের কাছে দোয়া চেয়েছেন ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থী রাবেয়া বেগম। কিছুদিন পূর্বে নির্বাচনী প্রচারণায় গিয়ে তার পা মচকে যায়।

এ অবস্থা নিয়েও তিনি তার নির্বাচনী প্রতীক “অটোরিক্সা” এর প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন কিন্তু প্রচারণা থেকে বাড়ি ফেরার সময় তিনি পায়ের একই স্থানে আবার আঘাত পান। এরপর তিনি ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার তার পা প্লাস্টার করে দেন এবং বেড রেস্টে থাকতে বলেন। তাই তিনি প্রচার প্রচারণায় যেতে পারছেন না।

এবিষয়ে তিনি বলেন, পায়ে প্লাস্টার থাকায় আমি প্রচারণায় যেতে পারছিনা। তাই আমি আমার নির্বাচনী এলাকার সকলের দোয়া ও সহযোগিতা চাইছি।