স্টাফরিপোর্ট- ২৩ সেপ্টেম্বর ২০১৮, দৈনিক রাঙামাটি (সংবাদ বিজ্ঞপ্তি): বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ মানিকছড়ি কলেজ শাখার ৬ষ্ঠ কাউন্সিল সম্পন্ন হয়েেেছ। আজ রবিবার ২৩ সপ্টেম্বর ২০১৮, সকাল ১০টায় মানিকছড়ি সদরে তাদের কাউন্সিল শুরু হয়।
আলোচনাসভার মাধ্যমে কাউন্সিলের কার্যক্রম শুরু করা হয়। ডেবিট চাকমার সভাপতিত্বে ও স্বদেশ চাকমার সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন, মানিকছড়ির সুই থুই মারমা, পিসিপি’র চট্টগ্রাম মহানগর প্রতিনিধি অমীত চাকমা, খাগড়াছড়ি জেলা সভাপতি অমল ত্রিপুরা, গনতান্ত্রিক যুব ফোরাম জেলা সাংগঠনিক সম্পাদক রুপেশ চাকমা, ইউপিডিত্রফ’র মানিকছড়ি ইউনিটের সংগঠক ত্রডিশন চাকমা, ত্রইচডবিøউএফ’র নেত্রী অবনিকা চাকমা প্রমুখ।
কাউন্সিলে উপস্থথিত সকলের সর্বসম্মতিক্রমে মিত্র চাকমাকে সভাপতি, রিটন চাকমাকে সাধারণ সম্পাদক, রুপায়ন চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্টি কলজে কমিটি গঠন করা হয়। পুরাতন কমিটি বিলুপ্তি নতুন কমিটিকে শপথ বাক্য পাঠকরান জেলা সভাপতি অমল ত্রিপুরা।
পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান।