॥ স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রাঙামাটি জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি হিসেবে অমলেন্দু হাওলাদার ও সাধারণ সম্পাদক হিসেবে বিপুল ত্রিপুরা মনোনীত হয়েছেন। শনিবার সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত সভার প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। গেস্ট অব অনার ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। উদ্বোধক ছিলেন পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ডঃ চন্দ্রনাথ পোদ্দার।
অনুষ্ঠানে পুজা উদযাপন পরিষদ রাঙামাটি জেলার সভাপতি অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট প্রিয়রঞ্জন দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, সহ-প্রচার সম্পাদক এ্যাডভোকেট জহর লাল দাশ, সদস্য এ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ ও বিপুল কুমার দত্ত। স্বাগত বক্তব্য রাখেন- রাঙামাটি জেলা পুজা উদযাপন পরিষদের সদস্য সচিব বিপুল ত্রিপুরা।
এসময় জন্মাষ্টমী উদযাপন পরিষদ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক আশীষ দাশগুপ্তসহ বিভিন্ন সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ ও ১০উপজেলা উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি/সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
দ্বিতীয় অধিবেশনে সকল কাউন্সিলরদের উপস্থিতিতে আলোচনার ভিত্তিতে আগামী ২বছরের জন্য অমলেন্দু হাওলাদারকে সভাপতি ও বিপুল ত্রিপুরা কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।