।। স্টাফ রিপোর্টার ।।
১৪ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত রাঙামাটি পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ডের ৩টি কেন্দ্রের ২১টি বুথের নির্বাচনী ফলাফল পুণঃগননার দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন কাউন্সিলর প্রার্থী আব্দুল মালেক। বুধবার বিকেলে স্থানীয় একটি রেস্টুন্টে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে কাউন্সিলর প্রার্থী আব্দুল মালেক, আরেক কাউন্সিলর প্রার্থী রতন দে, একাবাসীর পক্ষে শফিকুল ইসলাম, মো. সুমন উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্য পাঠকালে আব্দুল মালেক সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে দায়িত্ব পালনকারী প্রিজাইডিং অফিসার মিজানুর রহমান টিপুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে ভোট পুনঃগননার দাবী জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মালেক বলেন, ভোট পুনঃগননায় যদি তার প্রতিদ্বন্দী প্রার্থী করিম আকবর বিজয়ী হন তবে তিনি নিজে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন।