॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) কাপ্তাই সার্কেল অফিস পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (৬জুলাই) তিনি কাপ্তাই সার্কেল অফিস পরিদর্শনে যান, এসময় কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আর রব এসপিকে ফুলেল শুভেচ্ছাসহ বরণ করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার সার্কেল অফিসের গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে তিনি অফিসার এবং ফোর্সের সাথে মতবিনিময় করেন। এছাড়া সকল অফিসার ও ফোর্সকে সততা, নিষ্ঠা, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু বিপিএমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।