॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ২০১৯-২০২০ অর্থবছরের আওতায় ডেবাছড়ি পূর্বারাম বৌদ্ধ বিহারে নব নির্মিত বৌদ্ধ মন্দির উদ্বোধন করেছেন জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা। উদ্বোধনী অনুষ্ঠানে জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন, বাংলাদেশ আওয়ামিলীগ অসাম্প্রদায়িক রাজনীতি বিশ্বাস করে বলে প্রত্যেক এলাকায় উন্নয়ন করে যাচ্ছে। দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এলাকার উন্নয়নের স্বার্থে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি আরো জানান,আমি কথায় বিশ্বাস করিনা, কাজে বিশ্বাস করি বলে আজ এই বৌদ্ধ মন্দির করে দিয়েছি।
এছাড়া উক্ত বিহার অধ্যক্ষ শ্রীমৎ সুমঙ্গল ভান্তে সহ বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা বক্তব্য প্রদান করেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বনযোগীছড়া ইউনিয়ন আওয়ামিলীগের সাধরণ সম্পাদক উজ্জ্বল কুমার চাকমা সহ উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।