॥ শহিদুল ইসলাম হৃদয় ॥
রাঙামাটির কাপ্তাই হ্রদে অবৈধভাবে ৯ ইঞ্চি বা ২৩ সে.মিঃ এর নিচে কার্প জাতীয় ছোট মাছ শিকার করে বাজারজাত করা ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে রাঙামাটি বিএফডিসি ।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন ( বিএফডিসি ) রাঙামাটি কেন্দ্রের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহায়তায় শহরের রিজার্ভ বাজার, বনরুপা, তবলছড়ি ও কলেজ গেইডের মাছের বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙামাটি কেন্দ্রের ব্যবস্থাপক লে. কমান্ডার মোঃ তৌহিদুল ইসলাম এবং রাঙামাটি সদর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙামাটি কেন্দ্রের উপ-ব্যবস্থাপক মোঃ শরিফুল ইসলাম, ফিশ কালচারিস্ট মোঃ ইসরাঈল হক ও নৌ-পুলিশের সদস্যরা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এবিষয়ে রাঙামাটি বিএফডিসির ব্যবস্থাপক লে. কমান্ডার মোঃ তৌহিদুল ইসলাম জানান, উক্ত অভিযানে ৩ টি মাছের দোকানে ২৩ সে.মিঃ এর নিচে কার্প জাতীয় রুই, কাতলা ও মৃগেল মাছ বিক্রয়ের জন্য রাখার অপরাধে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ২৩ সে.মিঃ এর নিচে প্রায় ১০ কেজি কার্প জাতীয় রুই, কাতলা ও মৃগেল মাছ জব্দ করে মানিকছড়ি মহিলা মাদ্রাসায় দান করা হয় বলেও জনান তিনি। তিনি আরো জানান হ্রদে কার্প জাতীয় ছোট মাছ শিকার করে বাজারে বিক্রি করা ব্যবসায়ী বা দোকানদারদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।