পৌর নির্বাচনও সিটি করপোরশনের নির্বাচনের মত হবে : মেজর (অব:) হাফিজ উদ্দিনের আশঙ্কা

586

DSC_0339

ঢাকা ব্যুরো অফিস, ৩ ডিসেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি :  আজ বৃহস্পতিবার বিকেলে ৪টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘নির্বাসিত গণতন্ত্র ভূলুন্ঠিত মানবাধিকার উত্তরনে রনাঙ্গনের মুক্তিযোদ্ধাদের করণীয় শীর্ষক’ আলোচনাসভার প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, পৌরসভা নির্বাচন ঢাকা সিটি করপোরশনের নির্বাচনের মত হবে। তিনি বলেন, সরকার দলীয় প্রার্থীদের জয়ী করতে পুলিশ না পারলে নির্বাচন কমিশন তো আছেই। আওয়ামী লীগের কিছুই করতে হবে না।

সংগঠনের সভাপতি ইসতিয়াক আজিজের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কল্যান পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মাদ ইবরাহিম বীর প্রতীক, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মাদ আবু জাফর, মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক খান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

সম্পাদনা- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান