ঢাকা ব্যুরো অফিস, ২৮ ডিসেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি : আসন্ন ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে আবারো সেনাবাহিনী মোতায়নের দাবী জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। পাশাপাশি পৌর নির্বাচনে সর্বশক্তি দিয়ে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
আজ সোমবার দলের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে তিনি এ নির্দেশ দেন। দলে দলে ভোটকেন্দ্রে গিয়ে ভোটের মর্যাদা রক্ষার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
তিনি নিশ্চিত করেছেন, পৌর নির্বাচন থেকে সরছে না বিএনপি। একইসঙ্গে আবারো পৌর নির্বাচনে সেনা মেতায়েনের দাবি জানান খালেদা জিয়া।
সংবাদ সম্মেলনে বিএনপি নেত্রী অভিযোগ করেন, পৌর নির্বাচনে বিএনপির প্রার্থীদের ওপর হামলা করা হচ্ছে। তাদেরকে নির্বাচন থেকে সরিয়ে দিতে হুমকি দেওয়া হচ্ছে। এ ছাড়া তিনি নির্বাচন কমিশনেরও সমালোচনা করেন।
পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান। সূত্র- অন্য মিডিয়া