পৌর মেয়রের রোগমুক্তি কামনায় শেখ রাসেল স্মৃতি পাঠাগারের দোয়া মাহফিল

349

|| স্টাফ রিপোর্টার ||

রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীর রোগমুক্তির কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে ভেদভেদীস্থ শেখ রাসেল স্মৃতি পাঠাগার। বুধবার সন্ধ্যায় শেখ রাসেল স্মৃতি পাঠাগার মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন শেখ রাসেল স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি রিটন বড়ুয়া। আরো উপস্থিত ছিলেন পাঠাগারের উপদেষ্টা আব্দুল হাই, নরেশ মজুমদার, রবিন্দ্র চাকমা বর্ম, ফজলুল হক, ফজলুল করিম। পাঠাগারের সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দীন, সাংগঠনিক সম্পাদক বিটু বড়ুয়া সহ পাঠাগারের সকল সদস্যবৃন্দ।

এসময় রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীর রোগমুক্তির কামনা সহ দেশ ও জাতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ুর জন্য দোয়া করা হয়। দোয়া মহফিল পরিচালনা করেন ভেদভেদী জামে মসজিদের ইমাম মোঃ সোলাইমান।