পৌর মেয়র পদে বিএনপির প্রার্থীদের প্রত্যয়নপত্র দেবার ক্ষমতা শাহজাহানের

637

01

ঢাকা ব্যুরো অফিস, ২৮ নভেম্বর  ২০১৫, দৈনিক রাঙামাটি : দলীয় প্রতীকে পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থীদের মনোনয়নের প্রত্যয়নপত্র দেবেন দলটির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান। দলের চেয়ারপারসন খালেদা জিয়া শাহজাহানকে এই ক্ষমতা দিয়েছেন। সত্যায়িত প্রত্যয়নপত্রের একটি নমুনাপত্র এরই মধ্যে নির্বাচন কমিশনের উপ-সচিব শামসুল আলমের কাছে জমা দিয়েছে বিএনপি।

শনিবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে এসে বিএনপির একটি প্রতিনিধিদল এই নমুনাপত্রটি জমা দেন। প্রতিনিধিদলে বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন ও সাইফুল ইসলাম টিপু এবং সহ-প্রচার সম্পাদক এমরান সালেহ প্রিন্সসহ ৫ জন উপিস্থিত ছিলেন।

কমিশন থেকে বেরিয়ে এমরান সালেহ প্রিন্স গণমাধ্যম কর্মীদের বলেন, ‘বিধিমালা অনুসারে পৌরসভা মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যয়নের জন্য মো. শাহজাহানকে চেয়ারপারসন ক্ষমতা প্রদান করেছেন। তারই একটি নমুনা স্বাক্ষর সংবলিত সত্যায়িতপত্র নির্বাচন কমিশনে জমা দেয়া হয়েছে। কমিশন পৌরসভাগুলোর রিটার্নিং কর্মকর্তার কাছে এ নমুনাপত্র পাঠাবেন।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান