॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামটি পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ করিম আকবর তার নির্বাচনী প্রতীক ‘টেবিল ল্যাম্প’ এর প্রথম থেকে তুমুলভাবে প্রচার-প্রচারণা করছেন। বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর কলোনী, মাতৃমঙ্গলসহ এলাকার বিভিন্ন অলি-গলিতে লিফলেট বিতরণের মাধ্যমে জনসংযোগ করেন।
প্রচারণার সময় তিনি এলাকার কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার-প্রচারণা চালিয়েছেন।
করিম আকবর বলেন, আমি এলাকার সাধারণ মানুষের দুঃখে-সুখে পাশে থেকে গত পাঁচ বছর কাজ করেছি। আগামিতেও আমি নির্বাচনে বিজয়ী হলে এলাকার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো। এছাড়াও অতীত সময়ে যেভাবে সুখে-দুঃখে জনগণের পাশে ছিলাম আগামীতেও তা অব্যাহত রাখব । ভোটারা যাতে সহজে তাদের ভোট প্রদান করতে পারে সে লক্ষ্যে ভোটারদের কাছে ইভিএম বিষয়ে প্রচারণার পাশাপাশি ভোটার সিরিয়াল নম্বর, বুথ নম্বর ও ভোটার স্লিপ নম্বর পৌঁছে দেয়া হচ্ছে।