প্রচার-প্রচারণা শেষ: রাত পোহালেই ৭ম ধাপের ইউপি’র ভোট গ্রহণ রাঙামাটির লংগদু উপজেলায়

417

dr mati-2 PIC-0555

৬ ফেব্রুয়ারি ২০২২, ঢাকা ব্যুরো অফিস, দৈনিক রাঙামাটি।

সংবাদদাতা: রাঙ্গামাটি লংগদু উপজেলায় রাত পোহালেই ৭ ফেব্রুয়ারি সোমবার শুরু হতে যাচ্ছে উপজেলার ৭ম ধাপে ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। উৎসবমূখর এই নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রকার প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। রবিবার (৬ ফেব্রুয়ারী) সকাল থেকে সকল কেন্দ্রগুলোতে নির্বাচনী সারঞ্জম পৌছিয়ে দিচ্ছে উপজেলা নির্বাচন কমিশন।

কোন কেন্দ্র ঝুঁকি আছেকিনা জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা জমির উদ্দীন বলেন, উপজেলায় মোট কেন্দ্র ৬৩টি, তার মধ্যে ৪২ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, আর অধিক ঝুঁকিপূর্ণ১৯টি কেন্দ্র , ২টি কেন্দ্র রয়েছে সাধারণ।

অপরদিকে লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যথেষ্টসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে। আমরা চাই সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন। কোন রকম অপ্রীতিকর ঘঠনা হলে তাৎক্ষণিক আইনী ব্যবস্থা গ্রহণ করবো।

বার্তা প্রেরক- বিপ্লব ইসলাম
লংগদু উপজেলা প্রতিনিধি

সম্পাদনা- শামীমুল আহসান
ঢাকা ব্যুরো প্রধান, দৈনিক রাঙামাটি।