প্রতিবাদকালে নেতার মৃত্যুতে রাঙামাটি বিএনপির বিক্ষোভ

347

॥ স্টাফ রিপোর্টার ॥

সারাদেশে লোডশেডিং এবং জ্বালানী খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে নিহত ভোলা জেলার সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিমের মৃত্যুতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে রাঙামাটি জেলা বিএনপি। মঙ্গলবার সকালে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষাভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।

সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুল হক, পৌর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম, জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা নিহত আব্দুর রহিমের হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান। অন্যথায় আরো কঠোর আন্দোলনের ডাক দেওয়ার হুশিয়ারি দেন।