॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
প্রথমবারের মতো রাঙামাটির নানিয়ারচরে ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ জাদুঘর। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে এই উদ্যোগ হাতে নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ভ্রাম্যমাণ যাদুঘরটি রাঙামাটিতে এলেও নানিয়ারচর উপজেলায় এবারই প্রথম।
মঙ্গলবার সকালে উপজেলার নানিয়ারচর ইসলামপুর দাখিল মাদ্রাসা গেইট সংলগ্ন সড়কে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করে। এতে উচ্ছ্বসিত হয়ে পার্শ্ববর্তী নানিয়ারচর পুর্নাবাসন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই প্রদর্শনীতে অংশ নেয়।
এসময় মুক্তিযুদ্ধ যাদুঘরের প্রোগ্রাম অফিসার রঞ্জন কুমার সিংহ, মাদ্রাসা সুপারিন্টেনডেন্ট মাওলানা শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক মাওলানা আবু সালেহ ও মাওলানা জাহাঙ্গীর আলমসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ যাদুঘর ও প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষে প্রোগ্রাম অফিসার মুক্তিযুদ্ধের আলোক চিত্রমালা, মানবাধিকার, শান্তি ও সম্প্রীতির চিত্রমালা মাদ্রাসা সুপারের হাতে তুলে দেন।
এবিষয়ে রঞ্জন সিংহ বলেন, শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস ও প্রামাণ্যচিত্র দেখেছে। মুক্তিযুদ্ধের ব্যাপারে জানতে তাদের আগ্রহ পরিলক্ষিত হয়েছে। আমরা তাদেরকে একটি বাড়ির কাজ দিয়েছি। এই হোম ওয়ার্কের মাধ্যমে আমরা প্রবীণদের কাছ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস আরো ব্যাপকভাবে জানতে পারব। এতে করে মুক্তিযুদ্ধের ইতিহাস আরো বিস্তৃতিলাভ করবে।
উল্লেখ্য, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে সোমবার নানিয়ারচর মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ে এই ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ যাদুঘর প্রদর্শন করা হয়।






























