প্রদর্শনী ম্যাচে জিতল স্পোর্টিস একাডেমী

527

p.....4

মোঃ হান্নান, ১৫ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি :  গতকাল রাঙামাটিতে অনুষ্ঠিত টি-টুয়েন্টি প্রীতি ম্যাচে জয় পেয়েছে চট্টগ্রামের সেরাজ ফোর এইচ স্পোর্টিস একাডেমী। স্থানীয় স্টেডিয়ামে তারা রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা একাদশকে ৩৪ রানে পরাজিত করে। রাঙামাটি পৌরসভার নবনির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরী উপস্থিত থেকে প্রীতি ম্যাচের উদ্বোধন করেন। এসময় জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক ও ক্রিকেট উপ পরিষদের আহবায়ক আবু সাদাৎ মোঃ সায়েম, কানিপ সদস্য মো. নাসির খান, আম্পায়ার্স এন্ড ষ্কোরার সাধারন সম্পাদক মোঃ হান্নানসহ উভয় দলের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রীতি ম্যাচ উদ্বোধন করতে গিয়ে নবনির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, ক্রিকেটের ধারাবাহিকতা বজায় রাখার জন্য ক্রিকেট লীগের বিকল্প নেই। তাই রাঙামাটি পৌরসভা চলতি বছরে যথাসময়ে ক্রিকেট লীগ পরিচালনা করবে এবং এর ধারাবাহিকতা যাতে বজায় থাকে সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। টি-টুয়েন্টি ম্যাচে প্রথমে টস জিতে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে অয়ন ৩৯, সানজু ৩৪ ও ইমরান ২৫ রান করেন। বিজীত দলের লেমন ২ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে। দলের পক্ষে ফয়সাল ১৯ রান করেন। বিজয়ী দলের জয় ৩টি ও ইমরান ২টি উইকেট নেন। ম্যাচ সেরা নির্বাচিত হন বিজয়ী দলের অয়ন। আজ শনিবার উভয় দলের মধ্যে ওয়ান যে ম্যাচ অনুষ্ঠিত হবে।

পোস্ট- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান