॥ স্টাফ রিপোর্টার ॥
স্বাধীনতা যুদ্ধকালীন অবিভক্ত পার্বত্য চট্টগ্রামের জেলা প্রশাসক এইচটি ইমামের মৃত্যুতে দেশের মানুষ একজন প্রকৃত দেশ প্রেমিককে হারালো। তাঁর মৃত্যুতে দেশের জন্য একটি অপুরনীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন রাঙামাটিতে অনুষ্ঠিত শোক সভার বক্তারা।
বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা পার্বত্য চট্টগ্রাম জেলার (রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) ৬৭তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, বীর মুক্তিযোদ্ধা এইচ টি ইমাম পিএসসি এর ইন্তেকালে রাঙামাটিতে এই শোকসভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় মরহুমের স্বাধীনতা যুদ্ধকালীন স্মৃতি তুলে ধরে আলোচনা করেন রাঙামাটির প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে ও ৭১ সালে অবিভক্ত পার্বত্য চট্টগ্রামের ছাত্রলীগের নেতা রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক নুরুল আবছার। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শিল্পী রাণী রায়, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মোঃ মামুন মিয়া, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি দফতরের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।