প্রধানমন্ত্রীর উপহার পেলো নানিয়ারচরের ৩ পরিবার

354

॥ মাহাদী বিন সুলতান ॥

২য় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঘর উপহার পেলো নানিয়ারচরের ভূমিহীন ও গৃহহীন ৩টি পরিবার। মুজিববর্ষ উপলক্ষ্যে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ২য় পর্যায়ে রাঙামাটিতে ৬২৩টি গৃহ নির্মাণ করা হয়েছে। রোববার (২০ জুন) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে নির্মিত এসব ঘরের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় নানিয়ারচর উপজেলা মিলনায়তনে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।

নানিয়ারচরে ভূমিহীন ও গৃহহীন ৩টি পরিবারের মাঝে এসব ঘর বিতরণ করা হয়। এসময় ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সুবিধাভোগী এসব পরিবার। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার ও থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক প্রমূখ।