প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেল জুরাছড়ির সর্বশেষ সীমানার ৮’শ বাসিন্দা

332

|| জুরাছড়ি প্রতিনিধি ||

জুরাছড়ি উপজেলার সর্বশেষ সীমানার ভারত বাংলাদেশ মায়ানমার সীমান্ত এলাকার অবস্থিত আদেইয়াপ ছড়াসহ ৪নং দুমদুম্যা ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের উক্ত ৮’শ পরিবারের মাঝে ৫’শ টাকা করে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।

এ সহায়তা পেয়ে এসব এলাকায় বসবাসকারীরা খুশী হয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এসময় উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও ৪ নং দুমদুম্যা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধন কুমার চাকমা, দায়িত্বরত ট্যাগ অফিসার কৌশিক চাকমা, ইউপি সচিব অতুল চাকমা, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিতরণ শেষে ৪নং দুমদুম্যা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধন কুমার চাকমা বলেন, দুমদুম্যা ইউনিয়নের সবচেয়ে দূর্গম ভারত, বাংলাদেশ ও মায়ানমার সীমান্তবর্তী এলাকা হচ্ছে ৬নং ওয়ার্ডের আদেইয়াপ ছড়া, কজতুলী ও গবছড়ি।

এদের হাতে সরকারি সহায়তা পৌছে দিতে জনপ্রতিনিধিদের কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। তবুও এসব এলাকার জনগণ যাতে এসব সুবিধা থেকে বঞ্চিত না হয় সেজন্য সাময়িক কষ্ট হলেও এসব সুবিধা তুলে দিতে পারে নিজেকে ধন্য মনে হচ্ছে। তিনি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাহাতে সীমান্ত এলাকার দুমদুম্যার জনগণের প্রতি সুদৃষ্টি রাখেন সেই আবেদন জানান। এছাড়াও বিজিবি সদস্যরা বিতরণের স্থানে সঠিকভাবে মানবিক সহায়তা নগদ অর্থ দেওয়া হচ্ছে কিনা তা সার্বক্ষনিক পর্যবেক্ষণে করেন।