স্টাফ রিপোর্ট- ১৮ মে ২০১৭, দৈনিক রাঙামাটি (প্রেস বিজ্ঞপ্তি): ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড “প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট” ও “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট”-এ পনের (১৫) কোটি টাকা প্রদান করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ মে ২০১৭ সোমবার, গণভবনে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান এর নিকট থেকে অনুদানের চেক গ্রহণ করেন। এসময় ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো: আব্দুল হামিদ মিঞা উপস্থিত ছিলেন। সিএসআর এর আওতায় “প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট”এ ১০ কোটি ও “জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট”-এ ৫ কোটি টাকার অনুদান প্রদান করা হয়।
পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান