প্রধান বিচারপতির বাসভবনে হামলার প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

133

॥ স্টাফ রিপোর্টার ॥

বিএনপির সমাবেশ থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাসভবনে হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাঙামাটি কোর্ট বিল্ডিং সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রাঙামাটি বার কাউন্সিলের সভাপতি ও পিপি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট রাজীব চাকমা, এডভোকেট প্রতীম রায় পাস্পু, এডভোকেট দুলাল সরকার, এডভোকেট তোষণ চাকমা। এছাড়াও মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার। হামলা ও ভাঙচুরের সমালোচনা করে এ সময় সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, যারা বিচার বিভাগকে অবজ্ঞা করেন, যারা বিচার চায় না, তারাই বিচারকের বাসভবনে এই ধরনের কর্মকান্ড করতে পারেন। যারা সাংবাদিকদের মত স্বাধীনতার জন্য কথা বলেন, তারাই আজকে সাংবাদিকদের ওপর আক্রমণ করেছে,পিটিয়ে পুলিশ হত্যা করেছে। আমরা তাদের এহেন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরো বলেন,ইসরাইয়েল ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে প্রায় সাত হাজার লোক হত্যা করেছে,যাদের সবাই মুসলিম। অথচ বিএনপি নাকি মুসলিম উম্মাহ পক্ষে কথা বলেন। কিন্তু আজো তারা একটা নিন্দা জানাতে পারেনি। আর আওয়ামী লীগ ও স্বাধীনতা স্বপক্ষের মানুষ যখন ধর্মনিরপেক্ষতার কথা বলেন তখন তারা সেটাকে ধর্মহীনতা বলে অপপ্রচার করেন। পুলিশকে কিভাবে বেধড়ক পিটিয়ে হত্যা করেছে,সেটা সবাই দেখেছে। সুতরাং আজকে যখন তারা গণতন্ত্রের কথা বলে, আইনের শাসনের কথা বলে, তখন আমরা বুঝতে পারি তারা বাংলাদেশের গণতন্ত্রের ভিত দুর্বল করার অপচেষ্টায় লিপ্ত আছে।

মানববন্ধনে আয়োজকরা বলেন,বিএনপি সন্ত্রাসী কায়দায় প্রধান বিচারপতির বাসায় হামলা চালিয়েছে। সাধারণ মানুষের জানমালের ক্ষতি করেছে,পুলিশ হত্যা করেছে। মোট কথা তারা দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেছে। অতীতে কেউ বিচার বিভাগের ওপর হামলার সাহস দেখায়নি। আমরা এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।