প্রার্থী মামুনের সমর্থনে রিজার্ভ বাজারে বিএনপির প্রচারণা

342

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙাামটি পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনের নির্বাচনী প্রতীক ধানে শীষের সমর্থনে রিজার্ভ বাজারে প্রচার প্রচারণা চালিয়েছে জেলা বিএনপি। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেলে রিজার্ভ বাজারের হোটেল গ্রীন ক্যাসেলের সামনে থেকে লঞ্চঘাট পর্যন্ত বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মীর অংশগ্রহণে ধানের শীষের সমর্থনে প্রচার প্রচারণা করেছে দলটি।

এতে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. শাহ আলমের নেতৃত্বে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার (দিপু), সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুল হক, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, বিএনপি নেতা মো. জামাল উদ্দীন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, নিজাম উদ্দীন, সহ-প্রচার সম্পাদক অলোক প্রিয় চৌধুরী রিংকু, জেলা মৎস্যজীবী দলের সভাপতি হাজ্বী মো. নুরুল কবির সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ। এসময় বিএনপির নেতৃবৃন্দ পরিবর্তনের স্বার্থে সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।