প্রোগ্রেসিভ এনজিও উদ্যোগে দু’দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

167

বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রেসিভ পিছিয়ে পড়া জনগোষ্ঠির মানন্নোয়নের লক্ষ্যে জুরাছড়ি উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমসহ নারী অধিকার ও নারী নির্যাতন প্রতিরোধ নারীরা কিভাবে আত্মনির্ভরশীল হয়ে সফলতা লাভ করতে পারে সে বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম করে যাচ্ছে। তারই অংশ হিসেবে জঝঋ -চধধিহশধ অর্থায়নে প্রোগ্রেসিভ এর সহযোগিতায় জুরাছড়ি উপজেলায় দুইদিনের হস্তশিল্প ও মৌমাছি চাষের উপড় প্রশিক্ষণ ও সরঞ্জাম বিতরণ করা হয়।

গতকাল ১৭ ই অক্টোবর ২০২২ জেলা পরিষদ বিশ্রামাগাড়ে হলরুমে ২০ জন নারী প্রুপ সদস্যদের কিভাবে বেতের ব্যাগ তৈরি করা হয়, সে বিষয়ে সারাদিনব্যাপী হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

এছাড়াও আজ ১৮ অক্টোবর মঙ্গলবার ১৫ জনকে মৌমাছি চাষের উপর প্রশিক্ষণ প্রদানের সময় তিনি জানা, এটি খুবই একটি লাভজনক ব্যবসা। এসব প্রশিক্ষণ সঠিকভাবে শিখতে পারলে ভবিষ্যতে আরো বহু চাষী উৎসাহিত হয়ে এগিয়ে আসবে। তবে মৌমাছি চাষ করতে হলে কাঁঠাল গাছের বক্স অতিব গুরুত্বপূর্ণ বলে তিনি জানান। সংবাদ বিজ্ঞপ্তি