প্লাস্টিকের বস্তায় ২’শ লিটার মদ পাচারের সময় নারী আটক

325

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাইয়ের রাইখালীতে ১০টি প্লাস্টিকের বস্তায় সাদা পলিথিনে মোড়িয়ে ২’শ লিটার দেশীয় চোলাই মদ চট্টগ্রামে পাচারের সময় নারী বিক্রেতা মানুচিং মারমাকে (৩৮) আটক করেছে পুলিশ। সে স্থানীয় আলুমং মারমার স্ত্রী।

চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার (২৮ই অক্টোবর) রাত ১২টা ৩৫ মিনিটে রাইখালীর ডলুছড়ি এলাকার আনু মারমার বাড়ির সামনে ছড়ার পাড় থেকে মানুচিং মারমাকে আটক করা হয়েছে। এসময় চট্টগ্রামের পাচারের জন্য মজুদ রাখা ১০টি পুরাতন প্লাস্টিকের বস্তায় সাদা পলিথিন মোড়ানো প্রতি ব্যাগে ২০ লিটার করে সর্বমোট ২’শ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার করা হয়।

তিনি দীর্ঘদিন যাবত পাইকারী ও খুচরা মদ বিক্রয় করতো বলে জানান। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকালে তাকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়।