ফিলিস্তিনে ঈসরায়েলী আগ্রাসানের প্রতিবাদে কাউখালীতে বিক্ষোভ

147

॥ কাউখালী প্রতিনিধি ॥

ফিলিস্তিনীদের উপর ঈসরায়েলী আগ্রাসনের বিরুদ্ধে কাউখালী উপজেলার বিভিন্ন ওলামায়ে কেরামগণ ও এলাকার সর্বস্তরের জনসাধারণের সমম্বয়ে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ বৃহস্পতিবার সকালে উপজেলা গোল চত্বরে অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদর গোল চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। আওয়ামী লীগ কাউখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ এরশাদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন পোয়াপাড়া ফরুক- এ- আজম মাদর্সা পরিচালক মাওলানা মুহাম্মদ আবুল হায়াত মিয়াজি। এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন গিলাছড়ি মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ ইউসুফ, গোদারপার মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন, কাউখালী সদর মদিনাতুল উলুম আল ইসলামীয়া মাদ্রাসা পরিচালক মাওলানা মুহাম্মদ ছানা উল্লাহ, চট্টগ্রাম পুলিশ লাইন্স জামে মসজিদ খতিব মাওলানা মানসুরুল হক জিহাদী,থানার বিল তাহরীয়া রশিদা সুন্নীয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম আল কাদরী, বেতছড়ি ছিদ্দিক -ই -মাদ্রাসা সুপার মাওলানা মুহাম্মদ আব্দুর রাজ্জাক, উপজেলা মডেল মসজিদ ইমাম মাওলানা নুরুল হক,উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোতালেব (সাবেক মেম্বার)।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাউখালী হাসপাতাল জামে মসজিদ খতিব মাওলানা মোহাম্মদ আনোয়ার। প্রতিবাদ সমাবেশত্তর কেরাত পরিচালনা করেন থানা জামে মসজিদ খতিব মাওলানা মোহাম্মদ আবুল হোসেন। দলীয় কেরাত পরিবেশন করেন মাসুম বিল্লাহ ও তার দল, সমাবেশ সার্বিক সহযোগিতায় ছিলেন মাওলানা মোহাম্মদ রবিউল হোসেন, মাওলানা মুহাম্মদ আব্দুল আজিজ, নাজমুল হাসান সহ উপজেলার বিভিন্ন গন মাধ্যম কর্মী ও মাদ্রাসার ছাত্র শিক্ষক গন ও কাউখালী থানার পুলিশ সদস্য বৃন্দ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিন একটি মুসলিম রাস্ট, এখানে ঈসরায়েলের সেনাবাহিনী অবৈধভাবে প্রবেশ করে ফিলিস্তিনের মুসলমানের বর্বর হত্যাকান্ড চালাচ্ছে। তা ছাড়া এটা ঈসরায়ীলিদের ভুমি নয়। এটা ফিলিস্তিনের ভুমি। প্রতিবাদ সমাবেশ থেকে বিশ্ব নেতাদের কাছে জোর দাবি জানানো হয় যেন ঈসরায়েলের এই ন্যাক্কারজনক হত্যাযজ্ঞ বন্ধ করা হয়। পরে ফিলিস্তিন সহ সারা বিশ্বের মানুষের জন্য দোয়া করাহয়। দোয়া পরিচালনা করেন কাউখালী ওলামা কল্যান ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মোঃ আব্দুর রহিম। এ সময় প্রতিবাদ সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা হতে কয়েক শত লোকের সমাগম ঘটে ।