॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মাঝিপাড়া ত্রিরতœ বৌদ্ধ বিহারের সীমাঘরে গলায় ফাঁস দিয়ে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর আগে সে ফেসবুকে স্টাটাস দেয় ‘বিদায় পৃথিবী’।
মঙ্গলবার (৯ জানুয়ারী) আনুমানিক দিবাগত রাত ১টার পরে এই ঘটনা ঘটে বলে জানান ইউপি চেয়ারম্যান মংখ্য মারমা। আতœহত্যাকারী যুবক উক্যসাইং মারমা (১৮)। সে কাপ্তাই কর্ণফুলী সরকারি ডিগ্রী কলেজের ১ম বর্ষের ছাত্র বলে জানা যায়। সে রাইখালী ইউনিয়নের ডংনালা পাড়ার মংথোয়াই মারমার ছেলে। তবে কি ভাবে সে আতœহত্যা করেছে প্রাথমিক ভাবে কোন তথ্যা পাওয়া যায়নি।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনছারুল হক(ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উক্ত যুবক বৌদ্ধ বিহারে থেকে পড়াশুনা করতো। রাতে বৌদ্ধ বিহারের সীমা ঘরে দরজা লাগিয়ে সে আত্মহত্যা করে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।