বঙ্গবন্ধুর উপর তথ্য অফিস আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতা সম্পন্ন

471
|| ইকবাল হোসেন ||
মুজিববর্ষ উপলক্ষ্যে বর্তমান প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে সচেতন করতে জেলা তথ্য অফিস আয়োজিত অনলাইন চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ শিশু একাডেমি রাঙামাটি পার্বত্য জেলা কার্যালয় মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরী। রাঙামাটি জেলা তথ্য অফিসের উপ-পরিচালক কৃপময় চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষযক কর্মকর্তা অর্চনা চাকমা ও চিত্রশিল্পী মো. ইব্রাহিম।