বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ঘিরে হোয়াইট হার্ট ফাউন্ডেশনের দোয়া মাহফিল

574
|| স্টাফ রিপোর্টার ||
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ হোয়াইট হার্ট ফাউন্ডেশন। বুধবার (১৭ মার্চ) স্বাধীনতার মহান স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশত এক তম জন্ম বার্ষিকী উপলক্ষে রাঙামাটি বিভিন্ন মসজিদের মধ্যে বাংলাদেশ হোয়াইট হার্ট ফাউন্ডেশন, রাঙামাটি পার্বত্য জেলা শাখার উদ্যোগে জোহর ও আসরের নামাজের পর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এসময় বাংলাদেশ হোয়াইট হার্ট ফাউন্ডেশন পরিবারের সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন।