বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ঘিরে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন

393

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী  উপলক্ষ্যে  ব্যাডমিন্টন টুর্ণামেন্টের শুভ  উদ্বোধন  করেছেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।রবিবার (১০ জানুয়ারি) বিকেলে রাঙামাটি জিমনেসিয়ামে রাঙামাটি  পার্বত্য জেলা পরিষদ এর পৃষ্ঠপোষকতায় ও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

টুর্ণামেন্ট উপ-পরিষদের আহ্বায়ক ও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার  সহ-সভাপতি  প্রীতম রায়’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।

এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য বিপুল  ত্রিপুরা, প্রিয় নন্দ চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক শফিউল আজমসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্য ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। এই টুর্ণামেন্টে প্রায় ৯৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।