বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর জেলা তথ্য অফিসের অনলাইন চিত্রাংকন প্রতিযোগিতা

478

॥ সংবাদ বিজ্ঞপ্তি ॥

রাঙামাটি জেলা তথ্য অফিসের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর অনলাইন চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রাঙামাটি জেলার শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

প্রতিযোগিতার বিষয়ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম। প্রতিযোগিতার গ্রুপঃ “ক” গ্রুপ (শিশু-৩য় শ্রেণী)। “খ” গ্রুপ (৪র্থ-৮ম শ্রেণী)। চিত্রাংকন জমা দেওয়ার শেষ সময় ২ জুন ২০২১ইং। চিত্রাংকন জমা দেওয়ার পদ্ধতিঃ ইমেইলে (dioranga2016@gmail.com) এ চিত্রাংকন স্ক্যান করে জমা দেয়া যাবে অথবা জেলা শিশু একাডেমি/জেলা তথ্য অফিস, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে অফিস চলাকালীন জমা দেওয়া যাবে।

হার্ড কপি জমা দেওয়ার ক্ষেত্রে চিত্রাংকনের পিছনে শিক্ষার্থীর নাম, প্রতিষ্ঠানের নাম, শ্রেণী, রোল ও মোবাইল নম্বর লিখতে হবে। ই-মেইলে জমা দেয়ার ক্ষেত্রে ই-মেইলের বিবরণের ঘরে শিক্ষার্থীর নাম, প্রতিষ্ঠানের নাম, শ্রেণী, রোল এবং মোবাইল নম্বর লিখতে হবে। প্রতিযোগিতার প্রতিটি গ্রুপে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের আকর্ষনীয় পুরষ্কার প্রদান করা হবে। প্রতিযোগিতার যে কোন পরামর্শের জন্য ০১৫৫৮৫৭০০৩৭ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে। বিঃদ্রঃ- কর্তৃপক্ষ যে কোন সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে।