বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাঙামাটি জোনের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

340

॥ স্টাফ রিপোর্টার ॥
মুজিববর্ষে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে রাঙামাটি রিজিয়নের তত্ত্বাবধানে রাঙাামটি সদর জোন’র ব্যবস্থাপনায়ন ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ জানুয়ারি) সকালে রাঙামাটি সদর সেনা জোন’র প্রশিক্ষণ মাঠে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বিনামূল্যে চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন রাঙামাটি সিএমএইচ এর মেডিক্যাল অফিসার মেজর ডাঃ তৌহিদুল ইসলাম ও ক্যাপ্টেন ডাঃ শাহ রেজা আল ফামি এবং সহযোগী সদস্যরা।

ফ্রি মেডিক্যাল ক্যাম্প এ রাঙামাটি পৌর এলাকার পাহাড়ি-বাঙ্গালী প্রায় তিন শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদানসহ বিভিন্ন প্রকার মেডিক্যাল সেবা ও বিনামূল্য ঔষধ বিতরণ করা হয়।