বঙ্গবন্ধুু’র ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

438

॥ স্টাফ রিপোর্টার ॥
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে মৌলবাদীদের হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি জেলা আওয়ামী যুবলীগ ও জেলা ছাত্রলীগ পৌরসভা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন,রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মো.মুছা মাতব্বর,জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো.আকবর হোসেন চৌধুরী,জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাওয়াল উদ্দিন,জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম,জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল,রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান,জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ।

এ সময় সমাবেশে বক্তারা বলেন,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা অনুভূতির নাম ভালোবাসার নাম। এই অনুভূতিতে আঘাত দেয়া মানে সমগ্র বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত দেয়া। যে বা যারা বঙ্গবন্ধুকে অবমাননা করবে তাকে বা তাদের দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে।

বক্তারা আরো বলেন,উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠীরা ইসলামের দোহায় দিয়ে যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে সুপরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আর কোনো ব্যক্তি বা রাষ্ট্রের ঐতিহ্য-ইতিহাসকে স্মরণ করার জন্য ভাস্কর্য তৈরি করা হয়।

কিন্তু বাংলাদেশে কিছু উগ্র জাতীয়বাদ স্বাধীনতা বিরোধী মৌলবাদী গোষ্ঠী মূর্তি ও ভাস্কর্যের ভুল ও অবমাননাকর ব্যাখ্যা দিয়ে দেশের ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে স্বাধীনতার স্ব-পক্ষের শক্তিরা একত্রিত হয়ে তাদের মোকাবেলা করতে হবে। বঙ্গবন্ধুর বাংলায় কোনো মৌলবাদী ও উগ্রবাদীর ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা। সমাবেশে থেকে অনতিবিলম্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে অপব্যাখ্যা ও অপমাননাকর

বক্তব্যদানকারীদের আইনের আওতায় নিয়ে এসে দ্রুত শাস্তির দাবি করা হয়।
এদিকে কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রাঙামাটির কাপ্তাই,বাঘাইছড়িসহ বিভিন্ন উপজেলায় আওয়ামীলীগের সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।