বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

339

p-4॥ মো: হান্নান ॥ তৃনমূল পর্যায়ে ফুটবলের প্রচার প্রসার ও প্রতিভাবান খেলোয়াড় তৈরির লক্ষ্যে মঙ্গলবার সকালে রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। নক আউট পদ্ধতির এ টুর্ণামেন্টে জেলার দশ উপজেলার বালক-বালিকাসহ ২০টি প্রাথমিক বিদ্যালয় দল নিয়ে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুন বিকাশ দেওয়ান, জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমা, সদর উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা।

প্রধান অতিথি বৃষ কেতু চাকমা বলেন, প্রাথমিক পর্যায়ে এই টুর্নামেন্ট তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবল খেলোয়াড় তৈরি হবে। ফুটবলের হারানো ঐতিহ্য ফিরে পেতে সরকার কাজ করে যাচ্ছে। আশা রাখছি, নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসলে অচিরেই ফুটবলের হৃতগৌরব পুনরুদ্ধার সম্ভব হবে। উদ্বোধনী দিনে বালিকাদের খেলায় বরকল উপজেলার বুরবুরিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-১ গোলে জুড়াছড়ি ডেবাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।