॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টে নিজেদের প্রথম খেলায় বিশাল জয় পেয়েছে হামিদ স্মৃতি সংসদ। সোমবার সকাল সাড়ে ৯টায় রাঙামাটি হিল ক্রিকেট একাডেমির মুখোমুখি হয় হামিদ স্মৃতি সংসদ। টস জিতে হিল ক্রিকেট একাডেমিকে ব্যাটিং এ পাঠায় হামিদ স্মৃতি। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০১ রান তোলে হিল ক্রিকেট একাডেমি। ১০২ রান তাড়া করতে নেমে সুধুমাত্র ১ উইকেট হারিয়ে ১০ ওভার ৩ বলে জয় নিশ্চিত করে হামিদ স্মৃতি সংসদ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার পেয়েছেন হামিদ স্মৃতির রিয়াদ।
এদিকে খেলা শুরু হওয়ার পূর্বে হামিদ স্মৃতির খেলোয়ারদের সাথে সাক্ষাৎ করে বিভিন্ন দিক নির্দেশনা দেন ক্লাব কর্তারা। এসময় তারা হামিদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করেন।
ক্লাবকর্তাদের মধ্যে হামিদ স্মৃতি সংসদের পৃষ্ঠপোষক ও মানিকছড়ি কাঠ ও জ্বালানী কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরী ইকবাল, ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মো. জামাল উদ্দিন, কোচ নিজাম উদ্দিন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মো. জামাল উদ্দিন, ক্লাব কর্মকর্তা মো. হেলাল উদ্দিন, তপন চৌধুরী, মানিকছড়ি কাঠ ও জ্বালানী কাঠ ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ, ক্লাব কর্মকর্তা আজমল হোসেন, মো. মুন্না হোসেন, নিরুপন ত্রিপুরা, দীপক দাশ ও সুজন ত্রিপুরা উপস্থিত ছিলেন।
খেলা শেষে জেলা ক্রীড়া সংস্থার সদস্যসহ হামিদ স্মৃতি সংসদের কর্মকর্তারা অব দ্যা ম্যাচ রিয়াদ এর হাতে পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য- এবারই প্রথম কোন টুর্ণামেন্টে অংশ নেওয়া হামিদ স্মৃতি সংসদ যার স্মরণে প্রতিষ্ঠা করা হয়েছে। সেই হামিদ জেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন এর পাশাপাশি তিনি রাঙামাটি জেলা ক্রিকেট দলের ও খেলোয়ার ছিলেন। হেপাটাইটিস বি রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করার পূর্বে ২০১৭সালে শেষ বারের মতো তিনি রাঙামাটি জেলা দলের হয়ে খেলেছেন।
হামিদের স্মরণে হামিদ স্মৃতি সংসদ গঠন করেন মানিকছড়ি কাঠ ও জ্বালানী কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা দলের সাবেক খেলোয়ার কামাল হোসেন চৌধুরী ইকবাল। তিনি এই দল পরিচালনার সকল খরচ নিজেই বহন করছেন।