বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

343

॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে। জন্মদিন ঘিরে সংগঠনটি বৃক্ষরাজী বিস্তার প্রকল্পের উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি ডিপ্লোমা প্রকৌশলী ইনষ্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম। বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি প্রকৌশলী আবু জাফর মোঃ এরশাদুল হক মন্ডলের সভাপতিত্বে এ সময় রাঙামাটি ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী শেখ জামাল উদ্দিন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা খোরশেদুল আলম চৌধুরী’সহ বিভিন্ন বিভাগের প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। বঙ্গবন্ধু আমাদের রাজনৈতিক স্বাধীনতার রোল মডেল। আর শেখ হাসিনা আমাদের উন্নয়ন এবং অর্জনের রোল মডেল। তিনি নিজে যা অর্জন করেছেন, তা নজির বিহীন। বিশ্ব দরবারে বাংলাদেশকে বিশেষ মর্যাদায় উন্নীত করেছেন।

তার নেতৃত্বে অর্থনীতির প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। সন্ত্রাস ও জঙ্গি দমনেও তিনি বিশ্বনেতাদের প্রশংসা কুড়িয়েছেন। তাই জননেত্রী শেখ হাসিনার দেশ গড়ার স্বপ্নকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহবান জানান বক্তারা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল এবং রাঙ্গামাটি ডিপ্লোমা ইনষ্টিটিউট প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসুচী পালন করা হয়।