স্টাফ রিপোর্ট- ১০ জানুয়ারী ২০১৭, দৈনিক রাঙামাটি (প্রেস বিজ্ঞপ্তি): বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর প্রেসিডেন্ট এস এম আবুল কালাম আজাদ এমপি বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে এসেছিলেন বলেই স্বাধীনতা পূর্ণতা লাভ করেছিল, তাই দেশে স্বস্থি ও স্থিতিশীলতা ফিরে এসেছিল এবং উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছিল।’
আজ ১০ জানুয়ারি, মঙ্গলবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সেগুনবাগিচাস্থ ঢাকা রির্পোটার্স ইউনিটির গোল টেবিল মিলনায়তনে বিএনএফ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ জাতিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিল তাই দিনটি জাতীয় দিবস হিসাবে মর্যাদা দিতে হবে।’ তিনি আরও বলেন, ‘১০ই জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরে আসায় আমরা সংঘাত থেকে রক্ষা পেয়েছিলাম তাই দিনটি ঐতিহাসিক ৭ মার্চের মতই গুরুত্বপূর্ণ দিন।’ তিনি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সরকারী ছুটির দিন ঘোষণা করতে সরকারের নিকট দাবি জানান।
বিএনএফ ভারপ্রাপ্ত সেক্রেটারি নাসিরা খাতুনের সভাপতিত্বে এবং এডভোকেট এসএম ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বিশ্ব মুসলিম পরিষদের মহাসচিব ড. নজরুল ইসলাম আল মারুফ, বিএনএফ প্রেসিডেন্টের উপদেষ্টা মমতাজ জাহান চৌধুরী, কেন্দ্রীয় নেতা আতাউর রহমান খান, সৈয়দ মোখলেছুর রহমান, আতিকুর রহমান নাজিম, মীর রফিকুল ইসলাম, মোস্তফা বাবুল, মো:শফি উল্লাহ চৌধুরী আন্দোলন প্রমুখ।
পোস্ট করেন-শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান।