বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বিলাইছড়ি সদর চ্যাম্পিয়ন

112

॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥

শনিবার (১৭ জুন) বিলাইছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব -১৭ এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বিলাইছড়ি সদর ইউনিয়ন বালক ও বালিকা দল।

উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ৩২ বীর, বিলাইছড়ি জোন এর উপ-অধিনায়ক মেজর মোঃ রেজাউর রহমান, পিপিএম, পিএসসি। উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন বিপুল কুমার পাল, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান প্রমূখ।

ফাইনাল খেলায় বিলাইছড়ি সদর ইউনিয়ন বালক ও বালিকা উভয় দলই ১-০ গোলে কেংড়াছড়ি ইউনিয়ন বালক ও বালিকা উভয় দলকে পরাজিত করে দুটো দলই চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে প্রধান অথিতি ও বিশেষ অতিথিদ্বয় বিজয়ী ও বিজিত উভয় দলের খেলোয়ারদের মাঝে ম্যাডেল ও ট্রপি তুলে দেন। এ সময় সেনাজোনের (৩২ বীর) পক্ষ থেকে বালক ও বালিকা উভয় দলের বিজয়ী ও বিজেতা দলকে এবং সেরা খেলোয়ারদের মাঝে নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি।