॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
নতুন বছরের প্রথম কর্মদিবসে সহকর্মী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী। রবিবার (৩ জানুয়ারি) সকাল ১১ টায় নিজ কার্যালয়ে ফুল দিয়ে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ করিয়েছেন শিউলি রহমান।
অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, শিক্ষা অফিসার রেজাউল করিম, সোনালী ব্যাংকের ম্যানেজার ক্ষেমারঞ্জন চাকমা, কৃষি ব্যাংক ম্যানেজার দেবজ্যোতি চাকমা, রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মোঃ সরওয়ার কামাল, পরিবার পরিকল্পনা অফিসার রিয়া চাকমা, স্থানীয় ইউপি সদস্য প্রিয়তোষ দত্তসহ সাংবাদিক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় ইউএনও সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা পুরাতন বছরের সকল সংকট ও গ্লানি ভুলে নতুন বছরের শুভেচ্ছা নিন। করোনাকালীন সময়ে মত সারা বছর মানুষের পাঁশে থাকবেন। দূর্নীতিমুক্ত থেকে সরকারের উন্নয়নমুখী কর্মকান্ডে ও মুজিব শতবর্ষে নব উদ্যোমে কাজ করে যাবেন।