বনরূপা মসজিদ কমিটির সভাপতি হাজী নুরুল আলম সেক্রেটারী আইয়ুব

282

॥ স্টাফ রিপোর্টার ॥

দীর্ঘ ১৪ বছর পর বৃহত্তর বনরুপা মসজিদ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি হয়েছেন হাজী নুরুল আলম চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আইয়ুব চৌধুরী। এদিকে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আজম খান চৌধুরী।

রোববার (১৯ জুন) সকাল সাড়ে ৮ টা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহন চলে। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো.আল মামুন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন। নির্বাচন পরিচালনা কমিটিতে অতিরিক্ত পুলিশ সুপার ও ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকসহ তিন সদস্য আছেন তবে এডহক কমিটির পক্ষে নির্বাচন পরিচালনা করেন সহকারী কমিশনার মাঈনুল ইসলাম খান ও কোতায়ালী থানার পুলিশ ।

বনরূপা মসজিদের ৩৩ জন সদস্যর মধ্যে ২৮ জন সদস্য ভোট প্রদান করেছে ৫জন সদস্য ভোট কেন্দ্রে আসে নাই। হাজী নুরুল আলম চৌধুরী ১৫ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাজী আবু তাহের পান ১৩ ভোট। সিনিয়ার সহ-সভাপতি পদে আজম খান চৌধুরী ১৬ ভোট নিকটতম আবু ছৈয়দ ১২ ভোট সহ-সভাপতি হাজী রফিক আহম্মদ চৌধুরী ২২ ভোট নিকটতম এনামুল হক ০৬ ভোট দপ্তর সম্পাদক মোস্তফা রনি পেয়েছে ১৭ নিকটতম জয়নাল আবেদীন ১১ ভোট ,অর্থ সম্পাদক নুরুল আজিম ১৬ ভোট নিকটতম কাজী মনছুর পেয়েছে ১৩ ভোট।

বৃহত্তর বনরুপা মসজিদের ১৩ সদস্য কার্যকারী পরিষদের ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোনীত হন । এরা হলেন সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী যুগ্ম সম্পাদক আলী বাবর ,সমাজসেবা সম্পাদক কামাল হোসেন,ধর্মও দীনি শিক্ষা -মো.রফিকুল ইসলাম,পাঠাগার সম্পাদক নুর আজাদ চৌধুরী , কার্যকারী পরিষদের সদস্যরা হলেন, মো.জাকের হোসেন চৌধুরী ,শাওন ফরিদ ও জমির উদ্দীন ।