বন্যা দুর্গত মানুষের মাঝে ইসলামী ব্যাংকের ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু

559

 

স্টাফ রিপোর্ট- ২২ আগস্ট ২০১৭, দৈনিক রাঙামাটি (প্রেস বিজ্ঞপ্তি): ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশের বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ কায়সার আলী ২১ আগস্ট ২০১৭ সোমবার দিনাজপুর সদরে ত্রাণ বিতরণের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন। পরবর্তীতে দিনাজপুর সদর উপজেলার হঠাৎপাড়া, দপ্তরীপাড়া, বালুয়াডাঙ্গা, খালপাড়া, বিরল উপজেলার বাইশাপাড়া, ককইডাঙ্গা, কাঞ্চনঘাটসহ বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল ও লবনসহ নিত্যপ্রয়োজনীয় ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এদিকে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. সহিদুর রহমান রংপুর অঞ্চলের কুড়িগ্রাম, লালমনিরহাট, ভুরুঙ্গামারী, পীরগঞ্জ ও ঠাকুরগাঁও এলাকার বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন।

মোঃ কায়সার আলী বলেন, ইসলামী ব্যাংক সবসময় মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করেছে। এরই অংশ হিসেবে এ বছর দেশের উত্তরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৬ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করবে।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান।