বরকলে চারটি গ্রামীণ বন পরিদর্শনে চাকমা রাজা

493

p.......6

বরকল প্রতিনিধি, ১১ ডিসেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি : বরকল উপজেলার ৩নং আইমাছড়া ইউনিয়নের ১৫৫নং হেডভরিয়া মৌজা ও ১৫৪নং আইমাছড়া মৌজার চারটি গ্রামীন সাধারণ বন  পরিদর্শন করেন চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায়। গত ৮ ও ৯ ডিসেম্বর দুদিন ব্যাপী সফরে চান্দবী ছড়া উদন্যাছড়া বামে বাঘছড়ি ও ত্রিপুরাছড়ায় এলাকার জনগোষ্ঠির সংরক্ষিত চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায়যপঠন, বন ও ভুমির সাথে মানুষের রয়েছে গভীর সর্ম্পক। বন ও ভূমি রক্ষার পাশাপাশি পরিবেশ ও জীব বৈচিত্রের সংরক্ষণ করা জরুরী। তাই প্রাকৃতিক বন ও গ্রামীণ সাধারণ বন সৃষ্টি করে পার্বত্যঞ্চলে সবুজ বনায়ন সৃষ্টির মাধ্যমে জলবায়ু পরির্বতন রোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

এসময় তার সফর সঙ্গী ছিলেন রাজার একান্ত সচিব সুব্রত চাকমা ৩নং আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামরতন চাকমা এ্যাডভোকেট সুষ্মিতা চাকমা সিএইচটি ওয়াটার সেড কো ম্যানেজমেন্ট এক্টিভিটিস প্রকল্পে প্রকল্প সমন্বয়কারী মংহ্লাম্যান্ট রাখাইন বেসরকারী উন্নয়ন সংস্থা সিআইপিডি প্রকল্পের সমন্বয়ক এ্যানি চাকমা বিভিন্ন মৌজার হেডম্যান কার্বারী সাংবাদিক সহ গ্রামীণ সাধারণ বন রক্ষা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। চাকমা রাজা দেবাশীষ রায় পরিদর্শন কালে ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধূলা সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন পালাগান, চান্দবী বারো মাস সহ ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র হেংগ্রং বাজানো প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান