৩০শে জুন রাঙামাটির দুর্গম বরকল উপজেলার সুবলং ইউনিয়নের বরুনাছড়িতে ৪(চার)টি শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়েছে জীবন ইয়ুথ ফাউন্ডেশন এর উদ্যোগে।
বরুনাছড়ি জোন সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বরুনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরুনাছড়ি জোন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও রসুলপুর হাফিজিয়া নূরানী মাদ্রাসা থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে দিনব্যাপী আয়োজনে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণোচ্ছল ছিলো বিদ্যালয় প্রাঙ্গণ।
শিক্ষার্থীদের ইউনিক আইডি প্রণয়নের ক্ষেত্রে রক্তের গ্রুপ জেনে রাখতে হয়। বরুনাছড়ি জোন সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক হীরণ কুমার অধিকারী এর আহবানে জীবন ইয়ুথ ফাউন্ডেশন ১০ সদস্যবিশিষ্ট একটি টীম নিয়ে রাঙামাটির বরকলে এই কর্মসূচি বাস্তবায়ন করে।
নদীপথে প্রত্যন্ত অঞ্চলের এসব শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে প্রতিটি শিক্ষার্থীকে তার রক্তের গ্রুপ জানানোর পাশাপাশি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও আশেপাশের স্থানীয় জনসাধারণের জন্যও ছিলো বিনামূল্যে রক্তের গ্রুপ জেনে নেয়ার সুব্যবস্থা এবং স্বাস্থ্য পরামর্শ।
কর্মসূচির উদ্ভোধন করেন বরুনাছড়ি জোন সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আফজাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ বরুনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ব্যাবস্থাপনা কমিটির সভাপতি মো: মনির হোসেন (মনির)। এছাড়াও দক্ষিণ বরুনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো: ছানাউল্যা ও রসুলপুর হাফিজিয়া নূরানী মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রাজ্জাক এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা স্বত্তেও শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন করায় জীবন ইয়ুথ ফাউন্ডেশনকে কৃতজ্ঞতা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জীবন এর সাধারণ সম্পাদক সাজিদ-বিন-জাহিদ (মিকি) বলেন, ‘আমরা রাঙামাটি জেলার প্রতিটি উপজেলায় ধারাবাহিকভাবে সচেতনতামূলক স্বাস্থ্য পরামর্শ প্রদান, সুরক্ষা সামগ্রী বিতরণ, ইমার্জেন্সি মেডিকেল সাপোর্ট ও টেলিমেডিসিন সেবা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আমাদের সেবার মান আরো বৃদ্ধি পাবে ও সমৃদ্ধ হবে বলে আমাদের বিশ্বাস। প্রাক প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের সচেতন করতে হবে সাথে অভিভাবকদের সচেতন করতে হবে। ‘
আগামী ৩রা জুলাই সংগঠনের পক্ষ থেকে বরকলের আরো ৪টি প্রতিষ্ঠানে একই আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে নিশ্চিত করেছেন সংগঠনের প্রচার সম্পাদক ইমতিয়াজ ইমন।