বরকলে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের করুণ মৃত্যু

267

॥ মেহেদী ইমাম ॥

বরকলে বন্য হাতির আক্রমণে করুন মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। বৃদ্ধের নাম মো. আব্দুল কাদের মোল্লা (৭৫)। শুক্রবার সকালে পাহাড়ের চুড়ায় তার লাশ মেলে। নিহত আব্দুল কাদের উপজেলার সুবলং ইউনিয়নের বরুনাছড়ি এলাকার বাসিন্দা। এঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

নিহতের ছেলে নুর হোসেন জানান, ওইদিন বিকাল ৩টায় আমার বাবা গরু আনতে পাহাড়ে যায়। সন্ধ্যায় ফিরে না আসলে খোঁজাখুঁজির এক পর্যায়ে আমরা পাহাড়ের চুড়ায় ৭টি হাতি দেখতে পেয়ে আমরা ফিরে আসি। সারারাত এদিক ওদিক খোঁজাখুঁজি ও ডাকাডাকি করে পরদিন সকাল ৬টায় পাহাড়ে বাবার লাশ দেখতে পাই।

এঘটনায় বরকল স্টেশন রেঞ্জ কর্মকর্তা সজিব মজুমদার জানায়, আমরা জেনেছি হাতির আক্রমণে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশি তদন্ত প্রতিবেদন পেলে হাতির আক্রমণে নিহতের পরিবার কে এর বিধিমালা অনুযায়ী দ্রুততম সময়ে ৩লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরকল থানার ওসি নাসির উদ্দিন বলেন, খবর পেয়েই আমাদের একটা টিম ঘটনাস্থলে পৌঁছে। হাতির আক্রমণে আব্দুল কাদের মোল্লা নামের ৭৫বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছে। আইনি প্রক্রিয়ায় পরিবারের নিকট আমরা লাশ হস্তান্তর করেছি।