॥ স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বরকল উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে রিমেশ চাকমা আবারো বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। এদিকে ১০১ ভোট পেয়ে পুণরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন- হিরণ কুমার অধিকারী। শনিবার সকাল থেকে শহরের কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনায় ছিলেন- রাঙামাটি জেলা কমিটির আহ্বায়ক দিপু শ্রীং লেপচা ও সদস্য সচিব লোকমান হোসেন। নির্বাচনে ১৫৮ জন ভোটার ভোট প্রদান করেন। এরমধ্যে ৫টি ভোট বাতিল হয়। বৈধ ১৫৩ ভোটের মধ্যে ১০১ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হিরণ কুমার অধিকারী তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. শেখ কামাল পেয়েছেন ৫২ ভোট।
নির্বাচন পরিচালনাকারীরা জানান- নব-নির্বাচিতরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আগামী ৩বছর দায়িত্ব পালন করবেন। নির্বাচন পরিচালনা করতে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি রাঙামাটি জেলা কমিটির নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।