বসন্ত আগমনে রাঙামাটির গাছে গাছে এখন আম্র মুকুলের হাসি

400

॥ এম.নাজিম উদ্দিন ॥
বসন্ত আগমনের সাথে সাথেই রাঙামাটির বাতাসে ভেসে বেড়াচ্ছে আম্র মুকুলের সুবাস। এ বছর বসন্তের শুরুতে নাতিশীতুষ্ণ আবহাওয়ার কারণে এ বছর আমের নয়া রাজধানী রাঙামাটিতে প্রচুর ফলন আশা করছে কৃষিবিদরা।

প্রকৃতির নিয়মে বসন্তের আগমনে রাঙামাটিতে গাছে গাছে উঁকি দিচ্ছে আমের মুকুল। ফাল্গুনের আনন্দময় স্নিগ্ধ প্রকৃতির চৈত্রের আগমনে হয় মলিন। প্রকৃতি এ আকুলতার জন্যই বসন্ত যেন অপরূপ সাজে সজ্জিত হয় প্রকৃতির বুকে। কোকিলের কুহুতানে আর আমের মুকুলের গন্ধে আগমন ঘটে বসন্তের।

মঙ্গলবার রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে,বসতবাড়ির আঙ্গিনায় নতুন নতুন সোনালী আমের মুকুল। বসন্তের স্নিগ্ধতার মাঝেও শোভা ছড়াচ্ছে আমের মুকুল। গাছের অধিকাংশ অংশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে আমের মুকুল। প্রতিটি ডালায় ডালায় রয়েছে অসংখ্য আমের মুকুল। সেই আমের মুকুলের ঘ্রাণে ঘ্রানে ভরে যাচ্ছে মনপ্রাণ।