বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মওলানা ভাসানীর অবদান অনস্বীকার্য: এস এম আবুল কালাম আজাদ এমপি

669

dsc_0008

স্টাফ রিপোর্ট- ৫ ডিসেম্বর ২০১৬, দৈনিক রাঙামাটি (প্রেস বিজ্ঞপ্তি): বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মওলানা ভাসানীর অবদান অনস্বীকার্য। আজ ৫ ডিসেম্বর সোমবার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে বিএনএফ আয়োজিত “স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও মওলানা ভাসানী শীর্ষক” আলোচনা সভায় বিএনএফ প্রেসিডেন্ট এস এম আবুল কালাম আজাদ এমপি উপরোক্ত কথা বলেন। তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেএে মওলানা ভাসানী ও বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান এই দুই নেতার অবদানকে ছোট করে দেখার সুযোগ নেই। মওলানা ভাসানী কে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠিত করতে পারলে বঙ্গবন্ধুর মর্যাদা বৃদ্ধি পাবে।

আলোচনা সভার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বিশ্ব মুসলিম পরিষদের মহাসচিব ড: নজরুল ইসলাম আল মারুফ, মো: কামরুল ইসলাম, বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক ড: হুমায়ন কবীর, বিএনএফ প্রেসিডেন্টের উপদেষ্ঠা মমতাজ জাহান চৌধুরী, বিএনএফ ভারপ্রাপ্ত সেক্রেটারি নাসিরা খাতুন। এছাড়া বিএনএফ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন।

পোস্ট করেন, শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান।