॥ মনু মার্মা ॥
উন্নত শিখরে আরেকধাপ এগিয়ে গেল বাংলাদেশ। বাংলাদেশ নামক ছোট আয়তনে দেশটি যেভাবে এগিয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিগণ বাংলাদেশকে এখন বিশ্বের রোল মডেল হিসেবে দেখছেন। বাংলাদেশ স্বল্পোন্নত দেশে থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় রাঙামাটি জেলা ছাত্রলীগ আয়োজিত আনন্দ র্যালি পরবর্তী সমাবেশে বক্তারা একথা বলেন।
বুধবার (০৩ মার্চ ২০২১খ্রিঃ) সকালে রাঙামাটি জেলা ছাত্রলীগের আয়োজনে শত শত নেতাকর্মীদের অংশগ্রহণে বিশাল আনন্দ র্যালী পৌরসভার সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে পৌর ছাত্রলীগের সভাপতি এইচএম আলাউদ্দীন, সাধারণ সম্পাদক অনুপ শ্রীং লেপচা অপু, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুপায়ন চাকমাসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা আরো বলেন, দেশের উন্নয়ন হলে, জাতির উন্নয়ন হবে। যে দেশ যত বেশি উন্নয়ন করেছে, সে দেশের মানুষের জীবনমান তত উন্নত হয়েছে। আর মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তা প্রশংসার দাবিদার।