বাংলাদেশ মহিলা পরিষদের দেয়া তথ্যে ২০১৬’র নভেম্বর মাসের নারী নির্যাতনের চিত্র

601

pdr-woma
স্টাফ রিপোর্টার- ১ ডিসেম্বর ২০১৬, দৈনিক রাঙামাটি (প্রেস বিজ্ঞপ্তি): পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে ২০১৬ সালের নভেম্বর মাসে মোট ৩৮২ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের ঘটনা ঘটেছে মোট ৮৮টি তন্মধ্যে গণধর্ষণের শিকার হয়েছে ১৫ জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ০৫ জনকে, এছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১২ জনকে। শ্লীলতাহানির শিকার হয়েছে ০৮ জন। যৌন নিপীড়নের শিকার হয়েছে ০১ জন। এসিডদগ্ধ হয়েছে ০৩ জন, অগ্নিদগ্ধের ঘটনা ঘটেছে ০৯টি তন্মধ্যে অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে ০২ জনের। অপহরণের ঘটনা ঘটেছে মোট ০৬টি। বিভিন্ন কারণে ৫৭ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে এবং আরও ১৩ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ১১ জন গৃহপরিচারিকাকে নির্যাতন করা হয়েছে তন্মধ্যে হত্যা করা হয়েছে ০৪ জনকে। যৌতুকের জন্য হত্যা ও নির্যাতনের শিকার হয়েছে ২৬ জন, তন্মধ্যে হত্যা করা হয়েছে ১৭ জনকে। উত্ত্যক্ত করা হয়েছে ৫৩ জনকে; উত্ত্যক্ত্যের কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে ০৩ জন। বিভিন্ন কারনে ২৭ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। ০৭ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাল্য বিয়ের শিকার হয়েছে ১০ জন। শারীরিক নির্যাতন করা হয়েছে ২৩ জনকে। বেআইনি ফতোয়ার ঘটনা ঘটেছে ০১ টি। পুলিশী নির্যাতনের শিকার হয়েছে ০১ জন। এছাড়া ১৯ টি অন্যান্য নির্যাতনের ঘটনা ঘটেছে।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো অফিস।